3:35 pm , May 2, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে শণিবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় আরো ৭ জন করেনা রোগী সনাক্ত হবার মধ্যে দিয়ে সংখ্যা ১২১ জনে উন্নীত হল। এরমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সও রয়েছে। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলেও অন্য জনের রক্তের নমুনা রিপোর্ট এখনও পাওয়া যায়নি। মৃত কোভিড-১৯ সনাক্ত রোগীর বাড়ী পটুয়াখালীর কালাইয়াতে। এনিয়ে দক্ষিণাঞ্চলে ৬ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হল। যারে মধ্যে ৩জন পটুয়াখালীর, দুজন বরগুনা ও ১ জন বরিশালের মেহিদগঞ্জের। এদিকে বিগত ৪৮ ঘন্টায় শের এ বংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২১০ জনের রক্তের নমুনা পরিক্ষায় ৫ জনের দেহে করোনা ভাাইরাস সনাক্ত হয়েছে। যার মধ্যে ঝালকাঠী সিভিল সার্জন অফিসের একজন কর্মচারীও রয়েছেন। এছাড়া বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরের একজন করে রোগী রয়েছেন। এর ফলে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় করোনা ভাইরাস সনাক্ত রোগীর সংখ্যা ১২১-এ উন্নীত হল। এরমধ্যে বরিশালে ৪০, বরগুনাতে ৩১ পটুয়াখালীতে ২৭, পিরোজপুরে ৯, ঝালকাঠীতে ১ ও ভোলাতে ৫ জন রোগী রয়েছে।
এদিকে শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় রক্তের নমুনার প্রথম ফলোআপ পরিক্ষায় ১জনের পুনরায় পজেটিভ ও অপর একজনের নেগেটিভ পাওয়া গেছে। এছাড়া ৭ জনের ২য় ফলোআপ পরিক্ষায় সবারই নেগেটিভ এবং অপর একজনের ৩য় ফলোআপ পরিক্ষায়ও নেগেটিভ ফলাফল আসায় তারা পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে উঠেছেন বলে চিকিৎসকগন মত দিয়েছেন।
শণিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের হাসপাতাল ও হোম কোয়ারিন্টিনে ছিলেন ৯ হাজার ৮১৮ জন। যার মধ্যে সুস্থভাবে কোয়ারিন্টিন শেষ করেছেন ৭ হাজার ২৪ জন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২২১ জন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হলেও ১১৭ জন ছাড়পত্র লাভ করেছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।