2:26 pm , May 1, 2020
আমতলী প্রতিবেদক ॥ বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামের আনেয়ারা বেগম (৭০)র পুত্রবধুর কাছে টাকা চাওয়ায় মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তালতলী উপজেলার কলারং গ্রামের মৃত: রসুল বয়াতীর স্ত্রী আনোয়ারা বেগম তালতলী উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্ক ভাতা পান। টাকা ব্যাংক থেকে লেনদেন করার জন্য নমিনি করেন আনোয়ারা বেগমের ছোট ছেলে মস্তফা বয়াতীর স্ত্রী মমতাজ বেগমকে। সম্প্রতি বয়স্ত ভাতা উত্তোলনের শুরু থেকে মমতাজ বেগম ব্যাংক থেকে তার শাশুড়ী আনোয়ারা বেগমমের বয়স্কভাতার টাকা উত্তোলন করে আসছেন। গতকাল ১.৩০ এর সময় শাশুড়ী আনেয়ারা বেগম ঔষুধ ক্রয়ের জন্য পুত্রবধু মমতাজ বেগমকে ২ শত টাকা দিতে বলেন। তখন পুত্রবধু মমতাজ টাকা দিতে পারবেনা বলেদেন। এসময় পুত্রবধু ও শাশুড়ীর মধ্যে ঝগড়া বাধেঁ। ঝগড়ার এক পর্যায়ে পুত্রবধু মমতাজ ও নাতী মামুন আনোয়ারা বেগমকে মারধর করেন। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার সময় আনোয়ারা বেগম তার পুত্রবধু ও নাতী মামুনের বিচার দাবী করেছেন। এরকম অবস্থা দেখে অপর নাতী সাইদুল ইসলাম দাদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমতলী হাসাপাতালে কমিনিউটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, আনোয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানের ফুলা জখমের চিন্থ রয়েছে। তালতলী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।