বরিশালে মে দিবসে সমাবেশ বরিশালে মে দিবসে সমাবেশ - ajkerparibartan.com
বরিশালে মে দিবসে সমাবেশ

2:24 pm , May 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সংক্ষিপ্ত পরিসরে আন্তর্জাতিক মে দিবসের সমাবেশ করেছে শ্রমিক সংগঠনগুলো। শুক্রবার বেলা ১০টা থেকে শহরের অশ্বিনী কুমার হলের সম্মুখ সড়কে সমাবেশ করে জেলা কমিউনিস্ট পার্টি। জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজনিুর রহমান সেলিমের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, জিকে মুকুল, এমএ হাসেম মাস্টার ও খাদিজা বেগম বিনতা প্রমুখ। এসময় পার্টির সভাপতি অধ্যক্ষ আকম মিজানুর রহমান বলেন, করোনার দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমজীবীরা। কাজ বন্ধ থাকায় সংসার ঠিকমতো চলছেনা তাদের, তাই সরকারের পক্ষ থেকে দ্রুত রেশনিং ব্যবস্থার দাবী জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT