2:24 pm , May 1, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সংক্ষিপ্ত পরিসরে আন্তর্জাতিক মে দিবসের সমাবেশ করেছে শ্রমিক সংগঠনগুলো। শুক্রবার বেলা ১০টা থেকে শহরের অশ্বিনী কুমার হলের সম্মুখ সড়কে সমাবেশ করে জেলা কমিউনিস্ট পার্টি। জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজনিুর রহমান সেলিমের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, জিকে মুকুল, এমএ হাসেম মাস্টার ও খাদিজা বেগম বিনতা প্রমুখ। এসময় পার্টির সভাপতি অধ্যক্ষ আকম মিজানুর রহমান বলেন, করোনার দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমজীবীরা। কাজ বন্ধ থাকায় সংসার ঠিকমতো চলছেনা তাদের, তাই সরকারের পক্ষ থেকে দ্রুত রেশনিং ব্যবস্থার দাবী জানিয়েছেন তিনি।