2:21 pm , May 1, 2020
ভোলা প্রতিবেদক ॥ ভোলার ইলিশা ফেরিঘাটে ঢাকা-চট্রগ্রামগামী গার্মেন্টস শ্রমিকদের ভীর ঠেকাতে হিমশিম খাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত তাদের সাথে যোগ দিয়েছে কোস্টগার্ড এর পাশাপাশি নৌ-বাহিনীর সদস্যরাও। প্রতিদিনই ভীড় বারছে ইলিশা ফেরিঘাটে। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্নস্থান থেকে শত শত শ্রমিকরা এসে ভীড় করতে শুরু করে ফেরিঘাটে। তারা ফেরিতে করে লক্ষিপুর হয়ে ঢাকা কিংবা চট্রগ্রাম যাওয়ার জন্য এসেছে। তবে নিরাপত্বা ঝুকি বাড়ায় বাঁধা হয়ে দাড়ায় স্থানীয় পুলিশ। এদিকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার জন্য নিয়মিত মালিকদের পক্ষ থেকে ফোন করা হচ্ছে, না হলে ছাটাই করার হুমকি দেয় হচ্ছে। যে কারনে শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে ছুটছে ঢাকা ও চট্রগ্রামের উদ্দেশ্য। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, শ্রমিকদের ভীড় সামলাতে আমরা হিমশিম খাচ্ছি। পুলিশ ও কোস্টগার্ড এর পাশাপাশি নৌ-বাহিনীকে নামানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেস্টা করছেন। শুনেছি গার্মেন্টস মালিকরা শ্রমিকদের কাজে যোগ দেয়ার জন্য চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে আমরা উপরে যোগাযোগ করছি। তার আগে যেতে দেয়া যাবে না। যেহেতু সারাদেশেই লকডাউন চলছে।