ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা - ajkerparibartan.com
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

2:16 pm , May 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে নিয়ম না মানায় একাধিক প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়েছে। নগরীতে ২টি সহ সমগ্র জেলায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মারুফ দস্তেগীর, মনিরা খাতুন ও মোঃ সাইফুল ইসলাম। শুক্রবার নগরীর ভাটিখানা বাজারে ২টি দোকানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মূল্য তালিকা প্রদর্শন না করা অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মারুফ দস্তেগীর। মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা কালে মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ২ মুদি দোকানীকে পৃথক দুইটি মামলায় সর্বমোট ৬,০০০ টাকা অর্থদ- প্রদান করেন মনিরা খাতুন। বৃহস্পতিবার বিকেলে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ ও সাগরদী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এ সময় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারের অপরাধে কস্তুরী রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাগরদী বাজারে খেজুর বিক্রেতার কাছে চার কেজি পঁচা খেজুর পাওয়ায় একই আইনে এক হাজার টাকাসহ মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এই অভিযান জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে চলবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT