দক্ষিণাঞ্চলে সনাক্ত রোগী ১১৭ দক্ষিণাঞ্চলে সনাক্ত রোগী ১১৭ - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে সনাক্ত রোগী ১১৭

2:11 pm , May 1, 2020

হাসপাতালে মৃত দুজনের একজন পজেটিভ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলেও অন্য জনের রক্তের নমুনা রিপোর্ট পাওয়া যায়নি। মৃত কোভিড-১৯ সনাক্ত রোগীর বাড়ী পটুয়াখালীর কালাইয়াতে। এনিয়ে দক্ষিণাঞ্চলে ৬জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হল। যারে মধ্যে ৩ জন পটুয়াখালীর, দুজন বরগুনা ও ১ জন মেহিদগঞ্জের। এদিকে বিগত ২৪ ঘন্টায় শের এ বংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১১৫ জনের রক্তের নমুনা পরিক্ষায় ৩ জনের দেহে করেনা ভাাইরাস সনাক্ত হয়েছে। যার মধ্যে ঝালকাঠী সিভিল সার্জন অফিসের একজন কর্মচারীও রয়েছেন। এছাড়া বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরের একজন করে রোগী রয়েছেন। এরফলে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় করোনা ভাইরাস সনাক্ত রোগীর সংখ্যা ১১৭তে উন্নীত হল। এরমধ্যে বরিশালে ৩৭, বরগুনাতে ৩০, পটুয়াখালীতে ২৭, পিরোজপুরে ৯, ঝালকাঠীতে ৮ ও ভোলাতে ৫জন রোগী রয়েছে। এদিকে বিগত ২৪ ঘন্টায় রক্তের নমুনার প্রথম ফলোআপ পরিক্ষায় ১ জনের পুনরায় পজেটিভ ও অপর একজনের নেগেটিভ পাওয়া গেছে। এছাড়া ৭ জনের ২য় ফলোআপ পরিক্ষায় সবারই নেগেটিভ এবং অপর একজনের ৩য় ফলোআপ পরিক্ষায়ও নেগেটিভ ফলাফল আসায় তারা পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে উঠেছেন বলে চিকিৎসকগন মত দিয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের হাসপাতাল ও হোম কোয়ারিন্টিনে ছিলেন ৯ হাজার ৬৬৬ জন। যার মধ্যে সুস্থভাবে কোয়ারিন্টিন শেষ করেছেন ৬ হাজার ৮৭৩জন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২২০ জন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হলেও ১১২জন ছাড়পত্র লাভ করেছেন বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT