2:19 pm , April 30, 2020
আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে আবুল কালাম (৪৭) কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত আবুল কালাম কে গুরতর আহতবস্থায় আমতলী হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবুল কালামের শারিরিক অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে আমতলী হাসপাতাল সূত্রে জানায়। জানা গেছে, উপজেলার কুকুয়া ইউপির পশ্চিম চুনাখালী গ্রামের মৃত চেরাগ আলী হাওলাদারের পুত্র আবু বকর হাওলাদার (৫০) ও অপর পুত্র আবুল কালাম হাওলাদারের (৪৭) মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় নিজ বাড়ীতে বসে বড় ভাই আবু বকর ও আবুল কালাম হাওলাদারের মধ্যে বাক বিতন্ডতা শুরু হয়। বাকবিতন্ডতার এক পর্যায়ে বড় ভাই আবুু বকরের ছেলে মালেক হাং(৩০), মামুন(২৬), মনজিল(১৯) ও আবু বকরের স্ত্রী সেলিনা খাতুন (৪৫) আবুল কালাম হাওলাদার (৪৭)কে ব্যাপক মারধর করেন। আবুল কালামের ডাকচিৎকারে তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৪) ছেলে স্বপন (২৬) দৌড়ে আসলে তাদেরকে বেদম মারধর করেন ভাই আবু বকর ও তার ছেলেরা। স্থাণীয়রা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিনিউটি মেডিকেল অফিসার ডা: গৌরাঙ্গ হাজড়া বলেন আবুল কালাম হাওলাদারের মাথা ও নাকে মারাত্মক আঘাত পেয়েছে। এ ব্যাপারে আবু বকর হাওলাদারের বড় ছেলে মালেক হাওলাদার মুঠোফোনে বলেন, হাতাহাতির সময় আমার পিতাকে ও তারা মারধর করেছেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।