বরিশাল জেলার ৭৮টি কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদান বরিশাল জেলার ৭৮টি কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদান - ajkerparibartan.com
বরিশাল জেলার ৭৮টি কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদান

2:09 pm , April 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের ৭ লক্ষ ৮৫ হাজার টাকার অনুদান কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হস্তান্তর করেছেন জেলা প্রশাসক। বরিশালের ১০ উপজেলার ৭৮টি কওমী মাদ্রাসার জন্য অনলাইন ট্রান্সফার হয়ে এই অনুদান আসে। অনুদানের টাকা বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে হস্তান্তর করেন প্রশাসক এস এম অজিয়র রহমান। মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকরা এই অনুদান গ্রহন করেন। জেলার আগৈলঝাড়া উপজেলায় ৪ টি, বরিশাল সদর উপজেলায় ১৪ টি, বাবুগঞ্জ উপজেলায় ২ টি, বাকেরগঞ্জ উপজেলা ১১ টি, গৌরনদী উপজেলা ৭ টি, উজিরপুর উপজেলার ৪ টি, বানারীপাড়া উপজেলার ২ টি, মুলাদী উপজেলা ১৫ টি, হিজলা উপজেলার ৫ টি, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪ টি সহ মোট ৭৮ টি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকা করে ৭ লক্ষ ৮৫ হাজার টাকার অনুদান বরাদ্ধ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ সহ বিভিন্ন কর্মকতাগণ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT