2:06 pm , April 30, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ অভ্যন্তরিন কোন্দলের জের ধরে সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন’র উপর হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং। বুধবার সন্ধ্যায় দিকে নগরীর বান্দ রোডস্থ বরিশাল অডিটরিয়াম (ডায়াবেটিস হাসপাতাল) এর সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা আল মামুনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত মামুনের ভাই সাবিক জানিয়েছেন, ‘মামুন নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে জর্ডন রোডের মুখে ওই এলাকার বাসিন্দা কিশোর গ্যাংয়ের সদস্য রিয়াদ কুশল বিনিময়ের কথা বলে তাকে ডাক দেয়। মামুন ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন বরিশাল অডিটরিয়ামের সামনে আসতেই তালিকাভুক্ত কিশোর অপরাধী ও কিশোর গ্যাংয়ের অন্যতম প্রধান ১০ নম্বর ওয়াস্থ ভাটারখাল এলাকার বাসিন্দা প্রাঙ্গন, তার সহযোগী ইমন, আলমগীর, হুজাইফা রাতুল ও রিয়াদসহ কিশোর গ্যাং তার উপর অতর্কিত হামলা করে। এসময় তারা লোহার রড, পাইপ এবং লাঠি-সোটা দিয়ে সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুনকে পিটিয়ে গুরুতর আহত করে বলে জানিয়েছে মামুনের ভাই সাবিক। তবে কি কারণে এই হামলা সে বিষয়টি নিশ্চিত করে বলতে না পারলেও হামলার পেছনে চাঁদাবাজী সংশ্লিষ্ট কোন বিষয় থাকতে পারে বলে দাবি করেছেন তিনি। তবে প্রত্যক্ষদর্শী এবং মামুনের কয়েকজন ঘনিষ্ট বন্ধু জানিয়েছেন, ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে মামুনের উপর হামলার ঘটনা ঘটতে পারে।