2:32 pm , April 29, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে নগরীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে বরিশাল সিটি কর্পোরেশন। বুধবার নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর এলাকার ফরচুন সু হাউসে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার না হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ব্যাপক জনসমাগম না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। ফরচুন সু হাউজের পাশাপাশি কাউনিয় বাঁশের হাট পট্টি, সদর রোড, চকবাজার ও হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন বিসিসির ভ্রাম্যমান আদালত। অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। তিনি জানান অভিযানে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতার উপর বেশী জোর দেয়া হচ্ছে। যাতে করে করোনার এই সময়টাতে সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে। এবং কেউ যাতে পন্যমূল্য বাড়াতে না পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।