আমতলীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার আমতলীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার - ajkerparibartan.com
আমতলীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

2:14 pm , April 29, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার রেডক্রিসেন্ট সোসাইটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়–য়া অপরহৃতা এক স্কুল ছাত্রীকে উদ্ধার করছে আমতলী থানা পুলিশ। অপহরণকারী মিরাজ হাওলাদারের স্বজন উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের জামাল হোসেনের বাড়ী থেকে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে। বুধবার দুপুরে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। জানাগেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের এক কৃষকের কন্যা বরগুনা রেডক্রিসেন্ট সোসাইটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। স্কুল পড়–য়া এ ছাত্রীকে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের শহীদুল হাওলাদারের বখাটে ছেলে মিরাজ হাওলাদার দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছিল। কিন্তু বখাটে মিরাজের কথায় কর্নপাত করেনি ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয় মিরাজ করোনা ভাইরাসের প্রার্দূভাবে স্কুল বন্ধ হয়ে গেলে ওই ছাত্রী গ্রামের বাড়ী আমতলীর মানিকঝুড়িতে আসে। গত ১৫ এপ্রিল দুপুরে ওই স্কুল ছাত্রী বাড়ীতে মায়ের সাথে কাজ করছিল। তখন মিরাজ হাওলাদার দুটি মোটর সাইকেলে এসে তার বন্ধুদের সহ ওই ছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। তখন স্কুল ছাত্রী ও তার মায়ের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও তাকে রক্ষা করতে পারেনি। ওই সময় স্কুল ছাত্রীর পিতা বাড়ীতে ছিল না। মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতে মিরাজ হাওলাদারকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৪ জনের নামে অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারী মিরাজ হাওলাদারের স্বজন উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের জামালের বাড়ীতে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই অপহরনকারী মিরাজ ও জামালের পরিবার সদস্যরা পালিয়ে গেছে। বর্তমানে অপরূতা স্কুল ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত মিরাজ হাওলাদারসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT