বরিশালে রবি সম্প্রদায়ের পাশে উপসচিব বরিশালে রবি সম্প্রদায়ের পাশে উপসচিব - ajkerparibartan.com
বরিশালে রবি সম্প্রদায়ের পাশে উপসচিব

2:12 pm , April 29, 2020

নিজস্ব প্রতবেদক ॥ বরিশাল নগরীর রবিদাস শ্রেনীর (মুচি) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। তিনি বুধবার নগরীর ২০ জনকে এই সহায়তা প্রদান করের। এ বিষয়ে তিনি জানান, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা হতে নিজ বাসভবনে ফিরছিলেন তিনি। হঠাৎ জেলা পরিষদের রাস্তার মোড়ে গাড়ীর ড্রাইভারকে গাড়ী থামাতে বলেন। এরপর দোকানে বসা লোকটি তাকে জানালেন তিনি মুচি। লোকজনের জুতা সারাই করেন। প্রয়োজন থাকলেও করোনার কারণে এখন আর নিয়মিত বসতে পারেন না। গত দু’দিন ধরে এখানে বসছেন। তাছাড়া অফিস-আদালত, মার্কেট, শপিং মলগুলো বন্ধ থাকায় লোকজনও জুতা সারাইয়ের জন্য এখন আর আসে না। তবুও যদি কাস্টমার পাওয়া যায় এ আশায় মাঝেমধ্যে একটু আসেন। যদি দু’টো টাকা কামাই করতে পারেন। কোনো ত্রাণ পেয়েছেন কিনা একথা জানতে চাইলে বললেন, কয়েকদিন আগে জেলা পরিষদ হতে কিছু ত্রাণ পেয়েছিলাম। ৫ জনের সংসার। এতটুকুতে কি আর চলে। আমি একা না। আশেপাশে আমরা আরও ১০/১৫ জন আছি। সবারই একই অবস্থা। তাছাড়া সারা শহরে তো অনেকেই আছেন যারা মুচির কাজ করেন। তাই নিজের বেতনের টাকা হতে কেনা কিছু উপহার সেই রবিদাস শ্রেনীর কয়েকজনের হাতে তিনি তুলে দেন। তিনি বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, সরকারের উপসচিব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT