2:09 pm , April 29, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে বুধবার নগরীর উদায়ন স্কুলে ‘মানবতার বাজার’ পরিচালিত হয়। মানবতার বাজার থেকে বরিশালের বিভিন্ন এলাকার দুস্থ খৃষ্টান সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্যাথলিক চার্চের ফাদার লাদারুস গোমেজ, সেন্ট পিটার্স চার্চের ধর্মযাজক রেভারেল এলবার্ট, বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশনের উপদেষ্টা জেমস প্রেমানন্দ বিশ^াস, বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশনের বরিশাল জেলার সাধারন সম্পাদক আলবার্ট রিপন, মিথুন চক্রবর্তী, মিত্র, ছাত্র ফ্রন্টের সুজন আহমেদ। ‘মানবতার বাজার’ থেকে বুধবার দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করা হয়।