দক্ষিণাঞ্চলে আরো পাঁচ কোভিড-১৯ রোগী দক্ষিণাঞ্চলে আরো পাঁচ কোভিড-১৯ রোগী - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে আরো পাঁচ কোভিড-১৯ রোগী

2:07 pm , April 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১১২তে উন্নীত হল। আক্রান্তদের মধ্যে ভোলা ও পিরোজপরে ২জন করে এবং বরগুনাতে একজন। এরফলে ছোট জেলা বরগুনাতে আক্রান্তের সংখ্যা ৩১-এ উন্নীত হল। অপরদিকে পিরোজপুরেও আক্রান্তের সংখ্যা ৯ এবং দ্বীপ জেলা ভোলাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ জনে বৃদ্ধি পেল। বুধবার দুপুর পর্যন্ত দক্ষিণঞ্চলের হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৬১। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা হাসপাতালে ১৫ জন করে এবং পটুয়াখালী হাসপাতালে ১৮জন, ঝালকাঠী হাসপাতালে ৭জন ও পিরোজপুর হাসপাতালে ৫ জন ছাড়াও ভোলা হাসপাতালে ছিল ১জন রোগী। এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালে এপর্যন্ত যে ২০৩ জন রোগীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছিল, তার মধ্যে মোট ১০৩ জন ছাড়া পেয়েছেন। এ অঞ্চলে করোনা আক্রান্ত ১১২ রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। যার মধ্যে বুধবার সকাল পর্যন্ত সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ১৩ জন। সোমবার বরিশাল মহানগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনে একজন সরকারী চিকিৎসকের স্ত্রীর দেহে করেনা ভাাইরাস সনাক্ত হবার পড়ে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১৪৮ জন সহ দক্ষিণাঞ্চলে হোম কোয়রান্টাইনে ছিল ৮ হাজার ৬৫৩ জন। এসময়ে ১২৪ জন সহ ৬ হাজার ৬জন কোয়ারান্টাইন মূক্ত হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT