লিফটের নীচ থেকে উদ্ধার হওয়া চিকিৎসকের দাফন সম্পন্ন লিফটের নীচ থেকে উদ্ধার হওয়া চিকিৎসকের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
লিফটের নীচ থেকে উদ্ধার হওয়া চিকিৎসকের দাফন সম্পন্ন

2:06 pm , April 29, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ এম.এ. আজাদ সজলের মরদেহ ঢাকার কেরানিগঞ্জে দাফন করা হয়েছে। ডাঃ এম.এ. আজাদ সজলের ছোট ভাই ডাঃ শাহারিয়ার উচ্ছাস মোবাইলে জানান, বুধবার সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাযা শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জের ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়। এরআগে মঙ্গলবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডাঃ শাহারিয়ার উচ্ছাসই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তাতে আসামী হিসেবে করো নাম উল্লেখ করা হয়নি। পুলিশের বিভিন্ন সূত্র জানায়, ডাঃ এম এ আজাদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মমতা স্পেশালাইজড হাসপাতালের ৯ কর্মীকে গতকাল দুপুরে থানায় নেয়া হয়। বুধবার দুপুর ১২ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিলো। অপরদিকে গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে ডাঃ এম.এ. আজাদ সজলের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার ছোট ভাই ডাঃ শাহারিয়ার উচ্ছাস লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। উল্লেখ্য ডাঃ এম.এ. আজাদ সজলের পরিবার ঢাকার কেরানীগঞ্জে স্থায়ীভাবে বসবাস করেন। তবে চাকুরির সুবাদে ওই চিকিৎসক বরিশালে থাকতেন। ব্যাচেলর জীবন-যাপন হওয়ার কারনে বরিশাল নগরের কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের সপ্তম তলার একটি কক্ষে থাকতেন। মঙ্গলবার সেহেরির সময় ঢাকা থেকে তার স্ত্রী মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুজে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশের উপস্থিতিতে তার কক্ষের দরজা ভেঙ্গে সেখানে পাওয়া যায়নি। পরে ১০ তলা হাসপাতালের সব জায়গাতে তন্নতন্ন করে খুজে লিফটের নীচের কুঠরিতে তার মৃতেদেহ পাওয়া যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT