নগরীর আবাসিক হোটেল বায়েজীদে পালিয়ে থাকা করোনা রোগীর স্বজন তালাবদ্ধ নগরীর আবাসিক হোটেল বায়েজীদে পালিয়ে থাকা করোনা রোগীর স্বজন তালাবদ্ধ - ajkerparibartan.com
নগরীর আবাসিক হোটেল বায়েজীদে পালিয়ে থাকা করোনা রোগীর স্বজন তালাবদ্ধ

3:27 pm , April 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে করোনা রোগীর সংস্পর্শে আসা পালিয়ে থাকা দুই স্বজনকে সনাক্ত করে নগরীর একটি আবাসিক হোটেলে তালাবদ্ধ করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে অবস্থিত আবাসিক হোটেল বায়েজীদে তাদের কে রুমবদ্ধ করে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন ওই দুই ব্যক্তি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে ছিলেন। কিন্তু তারা পরীক্ষা না করে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওই হোটেলে তাদের সন্ধান পেয়ে পুলিশ পাঠিয়ে যে রুমে ছিলেন সে রুমেই তাদের আটকে রাখা হয়েছে। আগামীকাল তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। আটককৃত শামীম বলেন আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া। যে করোনা আক্রান্ত হয়েছে সে আমার চাচাতো বোন। ওই বোন বর্তমানে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে। তিনি বলেন ওই বোন তার স্বামী ও দুই ছেলে মেয়ে নিয়ে ঢাকায় বসবাস করতো। ঢাকায় বসে অসুস্থ হয়ে পড়ায় আমরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য ঘুরেছি কিন্তু কোন হাসপাতালেই ভর্তি নেয়নি। তাই বাধ্য হয়ে ২৬ তারিখ আমরা পালিয়ে বরিশাল এসে বোনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করি। পরে সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে। তিনি অভিযোগ করে বলেন আমি ও তার স্বামী আজ নমুনা দিতে চেয়েছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারনে তা সম্ভব হয়নি। যে কারনে প্রশাসনের ভয়ে আমরা এক ধরনের পালিয়ে বেড়াচ্ছিলাম। ওই রোগীর স্বামী বলেন আমার দুই ছেলে মেয়ে গ্রামের বাড়িতে রয়েছে। তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আমরা করোনার কারনে অনেক দুর্ভোগ ভোগ করেছি। মনে হচ্ছে করোনার রোগী হয়ে মানুষ খুন করার মত অপরাধ করে ফেলেছি। তবে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT