2:26 pm , April 28, 2020
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী ফায়ার সেরটশনের সকল কর্মী তাদের এপ্রিল মাসের রেশনের সাড়ে ৪শ কেজী চাল ছাড়াও বেতনের অর্থদিয়ে ৮০ কেজী আলু কিনে দিল করোনার প্রভাবে ঘরবন্ধি দরিদ্র অসহায় মানুষের মাঝে। গৌরনদী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ আবদুস ছালাম জানান, তার ষ্টেশনের ২২ কর্মকর্তাÑকর্মচারী এপ্রিল মাসের রেশন বাবদ তারা ৪৪০ কেজী চাল পেয়েছেন। ওই চালের সাথে নিজেদের বেতনের অর্থ দিয়ে বাজার থেকে ৮০ কেজি আলু কিনে করোনার প্রভাবে ঘরবন্ধি থাকা এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেন। ষ্টেশন লিডার মোঃ মহিদুল আলম, অফিস সহকারি মোঃ আরিফুর রহমান, ফায়ারম্যান মোঃ সাব্বির মোল্লা, মোঃ মাসুদ রানা, দিলীপ কুমার মন্ডল ও মোঃ সফিকুল ইসলাম বলেন, জাতির এ মহা দুঃসময়ে সামান্য কিছু নিয়ে হলেও অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেদের মনে তৃপ্তি অনুভব করছি। দেশবাসীর এ বিপদে সরকারের পাশাপাশি দেশের ধনী ব্যাক্তিরা সবাই তাদের সাহায্যের হাত বাড়ালে দেশের মানুষের কষ্ট দুর হবে বলেও আশাবাদ ব্যক্তকরেন দমকল কর্মীরা। ফায়ার সার্ভিসের মত জনসেবা ধর্মী প্রতিষ্ঠানের কর্মীদের এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।