2:24 pm , April 28, 2020
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালে করোনা ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা বাবুগঞ্জের জন্য সুখবর দিল স্বাস্থ্য বিভাগ। বাবুগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ১১ জনের মধ্যে গত এক সপ্তাহে চিকিৎসা নিয়ে ৭জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুভাস সরকার বলেন, বাবুগঞ্জে মোট ১১ জন (কোভিড-১৯) পজিটিভ ছিলো। তাদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শিহাব উদ্দিন, নার্স নাজমুন নাহার, অফিস সহকারী মেহেরুল ইসলাম, ওয়ার্ড বয় মিজানুর রহমান, ৪র্থ শ্রেণির কর্মচারি আবুল কালাম আজাদ, ক্লিনার আল-আমিন ও চিকিৎসা নিতে আসা হেলেনুর বেগম দুই দফায় পরীক্ষা শেষে কোভিড-১৯ নেগিটিভ হয়েছে। এরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।