নগরীতে চিকিৎসকের স্ত্রী করোনা আক্রান্ত নগরীতে চিকিৎসকের স্ত্রী করোনা আক্রান্ত - ajkerparibartan.com
নগরীতে চিকিৎসকের স্ত্রী করোনা আক্রান্ত

2:21 pm , April 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে ঢাকা আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তিনি করোনা সনাক্ত হন। তিনি নগরীর বগুরা রোডের শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসিন্দা। বরিশাল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিপুল বিশ^াষ এর স্ত্রী মধ্য বয়সী এই গৃহিনী নারী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকটা বিস্ময়কর ও নগরবাসীর জন্য আতংকের খবর। কারন বরিশালের পিসিআর ল্যাবে প্রথমবার পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। পরে দ্বিতীয় দফায় ঢাকা থেকে রিপোর্ট পজেটিভ আসে। এর চেয়েও বিস্ময়কর খবর হচ্ছে স্বামী চিকিৎসক হওয়ায় রোগীদের সংস্পর্শের আতংক থেকে মূলত ওই চিকিৎসক করোনা পরীক্ষা করান সেই সাথে নিশ্চিত হবার জন্য স্বাভাবিক কারনেই স্ত্রীকেও পরীক্ষা করান। কিন্তু বরিশালে ল্যাবে প্রথম পরীক্ষায় দুজনেরই রিপোর্ট নেগেটিভ আসে। পরে দুজনেরই রিপোর্ট ঢাকায় পাঠানো হলে শুধু স্ত্রীর রিপোর্টই পজেটিভ আসে। জানতে চাইলে স্বামী ডাঃ বিপুল বিশ^াষ বলেন স্ত্রীর করোনা পজেটিভ হওয়াটা অনেকটা বিস্ময়কর। কারন সে শুধুই একজন গৃহিনী। বাসায় থাকত। তিনি বলেন যেহেতু আমি চিকিৎসক হিসেবে রোগীদের সংস্পর্শে আসি সে কারনে নিজেকে সন্দেহ করেই মূলত করোনা টেস্ট করি। আর যেহেতু আমার স্ত্রী আমার সংস্পর্শে আসে সে কারনে তারও পরীক্ষা করি। অথচ বিস্ময়কর ভাবে ও একাই আক্রান্ত হলো। তিনি কারন হিসাবে বলেন ও (স্ত্রী) শুধু মাঝে মধ্যে টুকিটাকি বাজার করতে বের হতো। এছাড়া আর কোন কারন দেখছি না। তিনি আরো বলেন লক্ষন হিসাবে শুধু শুকনো কাশি ছিলো। বর্তমানে রোগী সুস্থ ও স্বাভাবিক আছে এবং হোম কোয়ারেন্টিনে আছে বলে জানান তিনি। এদিকে করোনা সনাক্তের পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে বাসা ও ওই এলাকা লকডাউন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT