বরিশাল ও পটুয়াখালীতে ৩ দিনে ৩ খুন বরিশাল ও পটুয়াখালীতে ৩ দিনে ৩ খুন - ajkerparibartan.com
বরিশাল ও পটুয়াখালীতে ৩ দিনে ৩ খুন

2:21 pm , April 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ লক ডাউনের মধ্যেই বরিশাল ও পটুয়াখালীতে গত তিন দিনে নানা ঘটনায় ৩জনকে খুন ও অপর এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এরমধ্যে মঙ্গলবার সকালে বরিশাল মহানগরীর কালীবাড়ী রোডের একটি বেসরকারী ক্লিনিকের লিফটের নিচ থেকে সজল নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকলে থেকেই ঐ চিকিৎসকের কোন খোজ পাওয়া যাচ্ছিল না। সে ক্লিনিকটির ৭ম তলায় নিজস্ব কক্ষে থাকত। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে। এদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাগ্নেদের হামলায় মামা আপাং তালুকদার (৩৫) নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুণী গ্রামে তাকে বেদম পিটিয়ে আহত করে ভাগ্নেরা। বেলা ১টার দিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মুত্যু হয়। অপরদিকে পটুয়াখালীর বাউফলের শিবপুর গ্রামে রোদে কাপড় শুকানো নিয়ে দুই গৃহবধুর ঝগড়ার জের ধরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তিন সহোদরের ওপর ধারাল অস্ত্র নিয়ে নৃসংশ হামলায় কলেজ ছাত্র মো. রেদওয়ান সিকদার (২০) ঘটনাস্থলেই নিহত হয়। রেদওয়ানের দুই সহোদর আবদুল্লাহ (১৬) ও ফয়সালকে (১২) আশংকাজনক অবস্থায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ঘাতক ইমরানের মা শাহিদা বেগমকে (৪৯)। বরিশালের মেহেদিগঞ্জে ক্ষেতের পাট গরুতে খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মাদরাসা ছাত্র সৌরভ খান (১৫) নিহত হয়েছে। রোববার ভোরে বিদ্যানন্দপুর ইউনয়নের পশ্চিম রতœপুর গ্রামে তার মৃত্যু হয়। গত শুক্রবার গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে সৌরভ খানকে আহত করে প্রতিপক্ষরা। করোনা সংকটের কারনে তাকে বরিশাল হাসপাতালে নিতে না পারায় বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত জীবন বাচেনি এ মাদ্রাসা ছাত্রের। এ ঘটনায় মফছের সিকদার (৫৫), আফছার সিকদার (৬০), সুজন সিকদার(২২), সরিমা বেগম(৩৫), সজিব সিকদার ও জলিল সিকদার আহত হয়। আহতদের পার্শবর্তী মুলাদী উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সৌরভকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাবাার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে করোনা পরিস্থিতিতে সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এ অবস্থায় শনিবার দিবগত রাতে তার মৃত্যু হয়। সৌরভের মামা আরিফ সিকদার জানিয়েছেন, ইউপি সদস্য রুমি সিকদারের নেতেৃত্বে এ হামলা চালান হয়। এ ব্যাপারে মেহেদিগঞ্জ থানায় মামলা দায়ের হলেও কোন গ্রেফতার হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT