বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা। বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা। - ajkerparibartan.com
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা।

2:20 pm , April 28, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনায় সচেতনতা বৃদ্ধি ও বাজার মনিটরিং এর উদ্যেশ্যে জেলা প্রসাশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরে ১২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে জেলা প্রসাশনের পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে তাদের অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, মোঃ নাজমূল হুদা এবং শরীফ মোঃ হেলাল উদ্দীন পৃথক তিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, বাজার রোড, গীর্জা মহল্লা, চকবাজার, জেলা খানার মোড়, কাঠপট্টি, নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বন্ধ রাখার নির্দেশনা স্বত্তেও খোলা রেখে কার্যক্রম পরিচালনা করে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় কাঠপট্টি, বাজার রোড ও নথুল্লাবাদ এলাকার ৮ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে মোট ১ লক্ষ ১ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। এই অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। অপর ভ্রাম্যমান আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা এর নেতৃত্বে অভিযানকালে করোনা নিয়ে গুজব ছড়ানোর খবর পায়। এসময় গুজবের জেরে যাতে করে গনজমায়েত না হয় সে লক্ষে সেনা বাহিনী, র‌্যাব ও পুলিশের দল নিয়ে বিশেষ মহড়া দেন। একই সাথে আদালত দ্রব্যমূল্য বেশি রাখার দায়ে ইচলাদী বাজারে একটি মুদির দোকানে ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নগরীর বান্দ রোড, বাজার রোড ও পোর্ট রোড বাজারে বিশেষ বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানকালে নগরীর লঞ্চঘাট এলাকা ও পোর্টরোডে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার ২টি মামলায় কাজী ফল ভান্ডার ও সোবহান ফ্রুটস নামক ২ প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার মামলায় পূরবী খান ফ্রুটসকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT