2:35 pm , April 27, 2020
রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরের টিএন্ডটি সড়কে অচেতন হয়ে পড়ে থাকা এক কিশোরীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয়দের সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। তবে সন্ধ্যা নাগাত ওই কিশোরীর জ্ঞান ফেরেনি এবং তার পরিচয় বা পরিবারের খোজ পাওয়া যায়নি। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল সোমবার সন্ধ্যায় জানান, ওই মেয়ের জ্ঞান ফেরেনি এবং তার পরিচয় বা পরিচারের খোজও পাওয়া জায়নি। কেউ চিনলে রাজাপুর স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। শ^াস ও রক্তের গতি এবং কিশোরীর শারিরীক অবস্থা স্বাভাবিক রয়েছে, তার জ্ঞান ফেরানোর জন্য চিকিৎসা সেবা অব্যাহত আছে।