বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ - ajkerparibartan.com
বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

2:29 pm , April 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল রেঞ্জ পুলিশ করোনা ভাইরাস সংক্রমন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এই কর্মসূচী বরিশাল রেঞ্জের ৬ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নির্দেশনায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলায় করোনার বিস্তার রোধে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বরিশাল রেঞ্জের জেলা পুলিশ কর্তৃক চেকপোস্ট পরিচালনা, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণ ইত্যাদি কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে রেঞ্জ পুলিশ এক জেলা থেকে অন্য জেলায় মানুষ প্রবশে করাতে পারে না। আর বাজার মনিটরিং করার মাধ্যমে দ্রব্য মূল্য সহনিয় পর্যায়ে রাখা হচ্ছে। পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাড়ানোর জন্য তাদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে বলে জানান রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT