দক্ষিণাঞ্চলে নুতন করে করোনা আক্রান্তের খবর নেই দক্ষিণাঞ্চলে নুতন করে করোনা আক্রান্তের খবর নেই - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে নুতন করে করোনা আক্রান্তের খবর নেই

2:27 pm , April 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পায়নি বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। ফলে মোট আক্রন্তের সংখ্যা ১০১-ই থাকছে। বিগত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে ৯২ রোগীর রক্তের নমুনা পরিক্ষা করা হলেও ‘কোভিড-১৯’ এর কোন রোগী সনাক্ত হয়নি। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ২ জন নুতন রোগী ভর্তি হওয়ায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩-এর উন্নীত হলেও এর মধ্যে করোনা ওয়ার্ডে রয়েছেন ১৫জন। এ অঞ্চলের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৫৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে বরিশালে ৩৬, বরগুনাতে ৩০, পটুয়াখালীতে ২০, পিরোজপুরে ৬, ঝালকাঠীতে ৭ ও ভোলাতে দুজন রয়েছে। ছোট জেলা বরগুনাতে গত কয়েকদিনে অস্বাভাবিকভাবে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পুরো জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে। এর ফলে বরিশালে বিভাগের ৬টির মধ্যে ৫টি জেলা সম্পূর্ণ লকডাউন করা হল। দ্বীপজেলা ভোলার বিভিন্ন উপজেলার কিছু কিছু ইউনিয়ন ও বাড়ী লকডাউন করা হয়েছে ইতোমধ্যে। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ১২৯ জন সহ হোম কোয়ারান্টাইনে রয়েছে ৮ হাজার ৪০৫জন। এর মধ্যে ১৫০ জন সহ ২৪ ঘন্টায় কোরাইন্টান মূক্ত হয়েছেন ৫ হাজার ৫০৭জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT