বানারীপাড়ায় ওএমএস এর চাল বিক্রি শুরু বানারীপাড়ায় ওএমএস এর চাল বিক্রি শুরু - ajkerparibartan.com
বানারীপাড়ায় ওএমএস এর চাল বিক্রি শুরু

2:36 pm , April 26, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় কর্মহীন পরিবারের মাঝে বিশেষ ওএমএস’র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌর শহরের ২,৫ ও ৬ নং ওয়ার্ডে কার্যক্রম উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ২নং ওয়ার্ডে মো: মনির হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো আকবর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। বানারীপাড়া পৌরসভায় এ ওএমএস কর্মসূচির আওতায় ১২শ পরিবারকে সহায়তা দেয়া হবে। এ ছাড়া খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় উপজেলার ৮ইউনিয়নে ৮হাজার একশত পরিবারের মাঝে কার্ড প্রতি ১০টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিক্রি করা হবে। এ তথ্য উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT