2:34 pm , April 26, 2020
আমতলী প্রতিবেদক ॥ বরিশাল বরগুনার আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় গুলিশাখালী ইউনিয়নের ৫শত কর্মহীনকে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সুরক্ষা বজায় রেখে রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। সবাইকে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএমএন জামিউল হিকমা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া প্রমূখ।