চালু হয়েছে ‘হ্যালো স্যার’ কার্যক্রম চালু হয়েছে ‘হ্যালো স্যার’ কার্যক্রম - ajkerparibartan.com
চালু হয়েছে ‘হ্যালো স্যার’ কার্যক্রম

2:29 pm , April 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ‘হ্যালো স্যার’ এর মাধ্যমে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাধ্যে আলোচনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল আঞ্চলিক শাখা। বরিশাল জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসাইন বলেন, শোনা যাচ্ছে ঈদ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ‘আমার ঘরে আমার ক্লাস’ কার্যক্রম চালু করেছে। দেশের উচ্চ মানের শিক্ষকরা এই পাঠদান করাচ্ছেন। সেখানে বাড়ির কাজও দিয়ে দিচ্ছেন। এই হোম ওর্য়াকগুলো স্কুল খোলার পর তার স্কুলের শিক্ষকদের কাছে জমা দিবেন। সে অনুযায়ী শিক্ষকরা মূল্যায়ন করবেন। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য ইতোমধ্যে সরকার সংসদ টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। আমরা লোকাল পর্যায়েও অনলাইনে পাঠদান ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের অনুরোধ করছি যেন বাসায় বসে শুধু শুধু সময় না কাটিয়ে নানা মাধ্যমে পাঠগ্রহন করেন। এব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আমরা নানা কার্যক্রম শুরু করেছি। প্রতন্ত অঞ্চলে যাদের ইন্টারনেট ব্যবস্থার সুযোগ নেই তাদের জন্য আমরা ‘হ্যালো স্যার’ কার্যক্রম শুরু করেছি। শিক্ষকরা রুটিন করে দিবেন, সে অনুযায়ী শিক্ষার্থীরা ফোন করে শিক্ষকদের কাছ থেকে শিক্ষাগ্রহন করতে পারবে। পাশাপাশি সংসদ টিভির মাধ্যমে ১ম থেকে ১০ ম শ্রেনী পর্যন্ত পাঠদান শুরু করা হয়েছে। শুধু তাই নয়, বরিশালের ৬৪ কলেজ অনলাইনে ক্লাস কার্যক্রম অপালোড করছে। এতে করে শিক্ষার্থীরা সেই ক্লাসের পড়া পড়তে পারবে। পাশাপাশি আরো ১১৫ কলেজ একই কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, স্কুলের পাঠদান টিভির মাধ্যমে করা হচ্ছে। এছাড়া এ অঞ্চলের ভাল কলেজগুলো অনলাইনে কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, শিক্ষা সচিবের সাথে আমাদের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের ভিডিও কনফারেন্স হয়েছে। খুব শীঘ্রই বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হবে। হয়তো এই দীর্ঘ ছুটির পর ঐচ্ছিক কিছু ছুটির সময় কমানো হবে। আর পাবলিক সার্ভিস চালু হলে বা দেশে ভাল অবস্থায় গেলে ১০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল দেয়া হবে। তিনি বলেন, যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ ও জেলা প্রশাসক-উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন দেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT