গনতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে উপহার গনতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে উপহার - ajkerparibartan.com
গনতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে উপহার

2:26 pm , April 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ গনতান্ত্রিক আন্দোলনে বরিশাল জেলার শহীদ, গুম ও নির্যাতিত পরিবার বর্গের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা উপহার বিতরন করা হয়েছে। শনিবার ২৬ এপ্রিল দুপুর ১ টায় বরিশালের মজিবর রহমানের বাসায় টেলিকনফারেন্সের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার স্বরুপ নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড.মোঃ মজিবর রহমান সরোয়ার। মোবাইল ফোনের মাধ্যমে তিনি জানান, করোনাভাইরাসের কারনে দেশজুড়ে লকডাউনের কারনে বরিশালে আসতে না পারায় ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করতে হয়েছে। ক্ষতিগ্রস্থ অনেক পরিবারের সদস্যগনও সরাসরি উপহার নিতে পারেনি। সে সকল পরিবারের কাছে অতি শ্রিগ্রই বিকাশ মোবাইল নাম্বারের মাধ্যমে নগদ অর্থ পৌছে দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনতান্ত্রিক আন্দোলনে গুম হওয়া বরিশাল মহানগর ছাত্রদলের ১৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফিরোজ খান কালু ও ছাত্রনেতা মিরাজের মা। এবিষয়ে মোবাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গনতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিদের তদারকি করন কমিটির বরিশাল বিভাগীয় কমিটির প্রধান সমন্ময়ক এ্যাড. মোঃ হেলাল উদ্দিন বলেন, গনতান্ত্রিক আন্দোলনে বরিশাল বিভাগের বিএনপি ও অংগসংগঠনের ক্ষতিগ্রস্থ নেতাকর্মিদের সহোযোগীতা করার জন্য জেলা, উপজেলা ও থানা পর্যায়ে ২ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তারা তালিকা প্রণয়নের কাজ করছে। পর্যায়ক্রমে সকলেই দল থেকে সহযোগীতা পাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT