2:25 pm , April 26, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ ত্রান বিতরনে কোন ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দিয়েছেন বরিশাল জেলা ত্রান কার্যক্রম সমন্বয়নের দায়িত্ব প্রাপ্ত শিল্প মনন্ত্রনালয়ের সচিব মোঃ আবদুল হালিম। রবিবার (২৬ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসনের সভা কক্ষে এক জরুরী সভায় তিনি এ হুশিয়ারী উচ্চারন করেন। সচিব বলেন সরকার আমাকে বরিশাল জেলার ত্রান কার্যক্রমসহ করোনা পরিস্থিতিতে সার্বিক বিষয় সমন্বয়ের দায়িত্ব প্রদান করেছে। আমি কোন বদনাম কামাতে চাই না। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন আমি আশা করব আপনাদের দ্বারা আমার কোন বদনাম হবে না। তিনি বলেন সরকার থেকে যা যা বরাদ্ধ দেয়া হবে তা পাই টু পাই জনগনের কাছে পৌছাতে হবে। এতে এক চুল ছাড় দেয়া হবে না। তিনি এসময় জেলার করোনা পরিস্থিতির সার্বিক খোজ খবর নেন। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন সচিব মহোদ্বয় জেলার সার্বিক পরিস্থিতি খোজ খবর নিয়ে তা নোট করেছেন। তিনি জেলার সার্বিক করোনা চিকিৎসা ব্যবস্থার উপর অধিক গুরাত্বারোপ করেছেন এবং কিভাবে এর উন্নতি ঘটানো যায় তার ব্যবস্থার জন্য সুপারিশ করবেন বলে জানিয়েছেন। সভায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ জেলার একাধিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন।