4:15 pm , April 25, 2020
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনভর উপজেলার চাঁদপাশা ইউনিয়নের শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য তালিকায় ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পিঁয়াজ, এক লিটার তেল। খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমূখ।