4:15 pm , April 25, 2020
বানারীপাড়া প্রতিবেদক ॥ করোনায় কর্মহীনদের কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজ তহবিল থেকে উজিরপুর এবং বানারীপাড়া বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে ১০ লাখ টাকা প্রদান করেছেন। জানা গেছে প্রদানকৃত ওই অর্থ দিয়ে অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য ও পন্য সামগ্রী সহ নগদ অর্থ পৌছে দেয়া হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা জানান, বরিশাল জেলা বিএনপির সহ সভাপতি ও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট দানবীর এস সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রদানকৃত অর্থ সহায়তা উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সুষ্ঠ ভাবে বন্টন করা হচ্ছে। তিনি আরও জানান, রমজান মাস উপলক্ষে এস সরফুদ্দিন সান্টুর পক্ষ থেকে উপজেলার সামর্থহীন মানুষের মাঝে আরও নগদ অর্থ প্রদান করা হবে যা দিয়ে মানুষ সেহরী ও ইফতারী সামগ্রী ক্রয় করতে পারেন তার ব্যবস্থা করা হবে।