4:13 pm , April 25, 2020
রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত একটি গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননীর কল্পনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। কল্পনা বেগম ওই এলাকার ক্ষুদ্র চা দোকানী তৌহিদুল ইসলাম কিসমতের স্ত্রী। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, শুক্রবার রাতে বিড়ালে রান্না করা মাছ খেয়ে ফেলা নিয়ে স্বামীর সাথে মনোমালিন্ন হয় কল্পনার। পরে রাগ করে ঘর থেকে বের হলে রাতে আশে পাশের সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে পায়নি স্বাজনরা। পরে শনিবার সকালে বাড়ির পাশের পরিত্যাক্ত একটি গোয়াল ঘরের আড়ার সাথে নিজরে ঔড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কল্পনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কল্পনা বেগমের বড় ছেলে মোঃ অনিক জানায়, সেহরীতে খাওয়ার জন্য রান্না করা তরকারি বিড়ালে খেয়ে ফেলে। এ কারনে বাবা তার মাকে গালমন্দ করে। এ সময় তার মা কল্পনা বেগম ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। মা কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং আগেও কয়েকবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলেও জানায় ছেলে অনিক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যুর মামলা (নং ৪) রেকর্ড করা হয়।