4:13 pm , April 25, 2020
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় এক মোটরসাইকেল চালকসহ পাঁচ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা সদরের বাজার ও বাগড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বাগড়ি এলাকার মৃত জয়নাল হাওলাদার এর পুত্র মোঃ রাসেল ১ হাজার টাকা, রাজাপুর সদর এলাকার অমল দেবনাথ এর পুত্র রাজিব দেবনাথ ১ হাজার টাকা, নারিকেলবাড়িয়া এলাকার মোঃ সৈজদ্দিন হাওলাদার এর পুত্র মোঃ মাহফুজ ১ হাজার টাকা, মনোহরপুর এলাকার মোঃ শাহজাহান হাওলাদার এর পুত্র মোঃ রেজাউল করিম ২ হাজার টাকা, পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মোঃ নুরুল ইসলাম এর পুত্র মোটরসাইকেল চালক মোঃ মেহেদি হাসান ৫ শত টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, ভ্রাম্যমান আদালতে পাঁচ জনকে পাঁচ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে এবং তারা ভবিষ্যতে এ রকম কাজে লিপ্ত হবে না এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।