কলাপাড়ায় নির্যাতনের শিকার দুই বোন কলাপাড়ায় নির্যাতনের শিকার দুই বোন - ajkerparibartan.com
কলাপাড়ায় নির্যাতনের শিকার দুই বোন

4:12 pm , April 25, 2020

কলাপাড়া প্রতিবেদক ॥ একটি সিলভারকার্প মাছের দাম নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোসাঃ রাহিমা বেগম ও হাওয়া বেগম নামের দুই বোন নির্মম নির্যাতনের শিকর হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চরধুলাসার গ্রামে। চোখে মারাত্মক ক্ষতনিয়ে মোসাঃ রহিমা বেগম এবং মাথায় আঘাত নিয়ে হাওয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের সূত্রে জানাগেছে, রাহিমা বেগমের মা জাহানারা বেগম তার আপন ভাইয়ের কাছ থেকে এক কেজি ওজনে একটি সিলভার কার্প মাছ আনে খাওয়ার জন্য। সেই মাছের দাম নিয়ে বাক বিতন্ডার এক পর্যায় রাহিমার মামা আতাহার গাজী, মামী শহর ভানু, মামাতো ভাই সোহাগ এবং শামীম গাজী ঐক্যবদ্ধ হয়ে পাথর, লাঠিদিয়ে পিটিয়ে চোখ ও মাথায় মারাত্মক যখম করে। স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা প্রথমে শালিস বৈঠকে মিমাংসার চেস্টা করলেও ব্যর্থ হওয়ায় শুক্রবার রাতে মো. হানিফ হাওলাদারের দুই কন্যা কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে আহত রাহিমা বেগম নিশ্চিত করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT