4:09 pm , April 25, 2020
৭ প্রতারকের বিরুদ্ধে মামলা
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জ থেকে নিখোঁজ হওয়া সাম্পান উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সাম্পানের মালিক পটুয়াখলী জেলার মহিপুরের বাসিন্দা মো: শাজাহান বাবুগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় সত্যতা স্বীকার করেছেন থানার ওসি মিজানুর রহমান। জানা গেছে, গত ২২ এপ্রিল চাদপুর থেকে বাসার মালামাল আনার জন্য মহিপুরের আল আমিন নামে এক যুবকের মাধ্যমে ওই সাম্পানটি ভাড়া করেন কলাপাড়া উপজেলার হুমায়ুন। পরে মহিপুর থেকে চাদঁপুর যাওয়ার জন্য বরিশাল লঞ্চঘাট এলাকায় আসলে প্রতারক চক্রের সদস্য রানা চাপরাসী, লম্বা বাবুল, শহীদ প্যাদা, ইরানী ও আজাদ গাজী সাম্পানে ওঠেন। এর পর অস্ত্রের মুখে জিম্মী করে সাম্পান চালক সেলিম মাঝিকে বাবুগঞ্জের জাহাঙ্গির নগর ইউনিয়নের লাসঘাটা নামক স্থানে নিয়ে যায়। সেখানে সেলিমকে শহীদ প্যাদার বাড়িতে দুই দিন আটকে রাখা হয়। সেলিম কৌশল করে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে জাহাঙ্গির নগর পুলিশ তদন্ত কেন্দ্রকে জানালে তারা সাম্পানটি জব্দ করে। এদিকে সাম্পানের মালিক শাজাহানকে খবর গিলে তিনি আলআমিনকে নিয়ে বাবুগঞ্জ থানায় আসে। পরে আল আমিনকে আটক করা হয়। এছাড়া আল আমিন, হুমায়ুনসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।