4:02 pm , April 25, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাজার রোড, চকবাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমূল হুদা। এসময় বিজয় স্টোর ও আলমগীর স্টোর নামক দুই প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে দ্রব্য বিক্রয়ের অপরাধে ২ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অমীত সাহা নামে এক ব্যক্তি প্রতি কেজি ৯০ টাকা দরের মুড়ি ১৪০ টাকা করে বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। পলাশ নামে এক ব্যক্তি কে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চলমান করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।