3:53 pm , April 25, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ এমভি মানামী লঞ্চের স্বত্তাধিকারী মেসার্স সালাম শিপিং লাইন্স এর পক্ষ থেকে করোনার প্রাদূর্ভাবে কর্মহীন নিম্ন-মধ্যবিত্ত্ব মোট ৪ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ঢাকা, বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত ৩ দিন থেকে এই খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন মেসার্স সালাম শিপিং লাইন্স পরিচালক আহাম্মেদ জাকি অনুপম। এর অংশ হিসেবে ২৫ এপ্রিল শনিবার নগরীর বিভিন্ন স্থানে মোট ১হাজার নিম্ন-মধ্যবিত্ত্ব পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেয়া হয় বলে জানান তিনি। আহাম্মেদ জাকি অনুপম বলেন, লকডাউন ঘোষনার আগ থেকেই তিনি তার প্রতিষ্ঠান এর পক্ষ থেকে যারা লজ্জায় সহায়তা চাইতে পারেন না এমন নিম্ন-মধ্যবিত্ত্ব পরিবার গুলো খুজে তার তালিকা প্রস্তুত করেছেন। এখন সেই তালিকা অনুযায়ী মোট ৪ হাজার পরিবারের প্রত্যেকের হাতে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি বুটের ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ এবং ২ টি সাবান এর এক একটি প্যাকেজ দেয়া হয়েছে।