3:53 pm , April 25, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবিরের উদ্যোগে কর্মহীন, দুস্থ ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তিনি এ খাদ্য সহায়তা প্রদান করছেন। গত কয়েকদিন ধরে ১০নং ওয়াডের্র কেডিসি বুড়ির বাড়ি কলোনী, চাঁদমারী, বেল্সপার্কপাড়া, কোর্টকম্পাউন্ড, জব্বার মিয়ার গলি সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে করোনা প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের হাতে এই সহায়তা প্রদান করেন। তার এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।