2:42 pm , April 24, 2020
কলাপাড়া প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের প্রদূর্ভাবে বিপর্যস্ত হতদরীদ্র ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে রমজান উপলক্ষ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে পটুয়াখালীর ‘কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের’ সদস্যরা। শুক্রবার একযোগে কলাপাড়া পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, নীলগঞ্জ, মহিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মানুষের মধ্যে ইফতার করার সামগ্রীসহ পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু, এক কেজি পিয়াজ দেয়া হয়েছে। দুই সপ্তাহ আগে আরও ৫০ জন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়। অনলাইন ভিত্তিক এ সংগঠনটি কলাপাড়া উপজেলার শিক্ষিত তরুণ-তরুণীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত। দেশে-বিদেশে অবস্থান করা এ সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনলাইন ভিত্তিক এ সংগঠনটির প্রধান অ্যাডমিন এবং বাংলা ভিশন টিভি চ্যানেলের জেষ্ঠ্য প্রতিবেদক মো. মহিবুল্লাহ মুহিব বলেন, ‘করোনার কারণে মানুষের আয়-রোজগার বন্ধ। বিশেষ করে হতদরিদ্র মানুষদের অবস্থা বেশি খারাপ। নি¤œ মধ্যবিত্ত শ্রেণির মানুষরাও আছে চরম সংকটে। তাঁরা মুখ খুলে কিছু বলতে পারছেনা। এদিকে পবিত্র রমজান চলে এসেছে। আমরা মনে করেছি, এ সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার। সে চিন্তা থেকেই আমরা কিছু মানুষকে ইফতার করার উপকরণসহ খাদ্য সহায়তা দিয়েছি। আমরা এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো।’