পাথরঘাটায় আইসিএম কৃষক ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন পাথরঘাটায় আইসিএম কৃষক ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন - ajkerparibartan.com
পাথরঘাটায় আইসিএম কৃষক ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

2:41 pm , April 24, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় রমজানকে সামনে রেখে কর্মহীন ৫০পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে ছোট পাথরঘাটা আইসিএম কৃষক ক্লাব। শুক্রবার সকাল সারে ১০টায় ছোট পাথরঘাটাস্থ ওই সংস্থাটির কার্যালয়ের সম্মুখে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়। ছোট পাথরঘাটা আইসিএম কৃষক ক্লাবের সভাপতি মো.জাকির হোসেন জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যার যতটুকু সাধ্য আছে তাই নিয়ে এই মহামারী করোনায় কর্মহীন পরিবার গুলোর জন্য রমজানের শুরুতে সামান্য ইফতার সামগ্রী বিতরন করছি। আমরা চিড়া, ছোলাবুট, চিনি ম্যাংগু জুস শরবত ইত্যাদি বিতরন করেছি। আমি আমার ক্লাবের সঞ্চয় দিয়ে সদস্যর বাইরে তেমন কোনো সহায়তা দিতে পারিনি। এজন্য সমাজের বিত্তবানদের নিকট দাবী রাখছি সাধ্যানুযায় সকলে সকলের পাশে দাড়ান। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামাল পঞ্চায়েত, সাংবাদিক অমল তালুকদার, সাংবাদিক মো. কাজী রাকিব বিন তোহা এবং ওই ক্লাবের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT