পাথরঘাটায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত পাথরঘাটায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত - ajkerparibartan.com
পাথরঘাটায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত

2:34 pm , April 24, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা উপজেলা প্রথম করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পাথরঘাটা আইসোলেশনে আছেন অপরজন বরগুনায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি বৃহস্পতিবার গভীর রাতে নিশ্চিত করেছেন বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জানা যায় পাথরঘাটায় করোনা আক্রান্ত রোগীদের বাড়ী কালমেঘা ইউনিয়নে। এদের মধ্যে একজন ঘুটাবাছা গ্রামের অন্য ব্যাক্তি মধ্য কালমেঘা গ্রামের। উভয়ের বয়স ৩৪ বছরের মধ্যে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা একজনকে পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। অপরজন বরগুনায়, তার নমুনা পজিটিভ হওয়ায় সেখানেই চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মধ্য কালমেঘার কাশেম হাওলাদারের ছেলে আবু জাফর যিনি ইতিপূর্বে বরগুনার আইসোলেশন ওয়ার্ডেই ভর্তি অপরজন একই ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আবু জাফরের ছেলে ইসমাইল। ইসমাইল হোসেনকে পাথরঘাটা প্রাতিষ্ঠানিক কোয়রেন্টিন থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT