বরিশালে ১ লাখ ৪৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বরিশালে ১ লাখ ৪৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা - ajkerparibartan.com
বরিশালে ১ লাখ ৪৩ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা

2:29 pm , April 24, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। আর এ পর্যন্ত বরিশাল মহানগরসহ গোটা জেলার বিভিন্ন উপজেলায় ১ লাখ ৪৩ হাজার ২ শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এ পর্যন্ত জেলায় সর্বোমোট ২ হাজার ৫০ মেট্রিকটন চাল, নগদ ৮৭ লাখ টাকা ও শিশুখাদ্য বাবাদ ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যারমধ্যে ১ হাজার ৪৩২ মেট্রিকটন চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বাবদ নগদ ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ১ লক্ষ ৯০ হাজার টাকা মানবিক সহায়তা কাজে ব্যয় হয়েছে। এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ পর্যন্ত ৩২০ মেট্রিকটন চাল এবং নগদ ৭ লাখ ৭০ হাজার টাকা মোট বরাদ্দ প্রদান করা হয়েছে। আর এ বরাদ্দ থেকে নগরের ত্রিশটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন আছেন। আর এ কাজে সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT