রমজান ঘিরে নগরীতে টিসিবি পন্যের চাহিদা তুঙ্গে রমজান ঘিরে নগরীতে টিসিবি পন্যের চাহিদা তুঙ্গে - ajkerparibartan.com
রমজান ঘিরে নগরীতে টিসিবি পন্যের চাহিদা তুঙ্গে

1:56 pm , April 23, 2020

হেলাল উদ্দিন ॥ আসন্ন রমজানকে সামনে রেখে বরিশাল নগরীতে টিসিবি পন্যের ব্যাপক চাহিদা তৈরী হয়েছে। টিসিবি পন্যেও ট্রাক দেখা মাত্রই হন্য হয়ে ছুটে যাচ্ছে সাধারন মানুষ। দীর্ঘ সারিতে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে কিনছে কাঙ্খিত পন্যগুলো। এদিকে করোনার সংক্রমন এড়াতে যথাসম্ভব সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে প্রত্যেকটি টিসিবির ট্রাক ঘিরে। এ ক্ষেত্রে কাজ করছে একাধিক পুৃলিশ সদস্য। রমজান উপক্ষে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পুরো রমজান মাস। শুরুর দিকে ৫ টি ট্রাকে করে নগরীতে পন্য বিক্রি করা হলেও চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে ১১টি ট্রাকে করে প্রতিদিন বিক্রি কা হচ্ছে টিসিবির পন্য। টিসিবির বরিশাল আঞ্চলিক কর্মকর্তা মোঃ আনিচুর রহমান বলেন মুজিব বর্ষ উপলক্ষে আমরা ডাল,চিনি ও সয়াবিন তেল বিক্রি করেছি। কিন্তু রমজান উপলক্ষে এর সাথে ছোলা বুট ও খেজুর যুক্ত করা হয়েছে। তিনি বলেন প্রতি কেজি খেজুর ১২০ টাকা,ছোলা ৬০ টাকা,সয়াতিন তেল (লিটার) ৮০ টাকা এবং চিনি ও মশুর ডাল ৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার লিটার সয়াবিন তেল,২ কেজি করে ছোলা ও চিনি এবং ১ কেজি করে মশুর ও খেজুর কিনতে পারবে। তিনি আরো বলেন করপোরেশন এলাকায় ৩০ টি ওয়ার্ড রয়েছে অথচ আমাদের ট্রাক রয়েছে ১০ থেকে ১১ টি। তাই জেলা প্রশাসক স্যার নির্দেশ দিয়েছেন ঘুরে ঘুরে পর্যায়ক্রমে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে পন্য নিয়ে যাওয়ার। যাতে করে নগীরর সব বাসিন্দারা সরকারের এই বিশেষ সুবিদাটা পায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT