1:34 pm , April 23, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ হাসপাতালের পরিবেশ আরামদায়ক না হওয়ায় ৪/৫ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থেকে পূনরায় লকডাউন হয়ে যাওয়া হোস্টেলে ফিরেছেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ১ শত ১১ জন ইন্টার্ন চিকিৎসক। গত রোববার ৯৫জন এবং সোমবার ১৬জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে মাত্র ৪ জনের করোনা পজেটিভ রয়েছে। রহস্যজনকভাবে ভর্তি খাতা থেকে তাদের নাম কেটে দেয়া হয়েছে। সূত্রমতে, শেবাচিম হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ আসার পর হোস্টেল লকডাউন করে দেয় কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে তিনজনকেই হোস্টেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে তাদের সংস্পর্শে আসা ইন্টার্ন চিকিৎসকদের নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। অথচ এই ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পর হোস্টেলেই অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার তাদের নাম ভর্তি খাতা থেকে কেটে দেওয়া হয়। সুত্রটি থেকে আরো জানা যায়, হোস্টেল লকডাউন করার কারণে হোস্টেলে রান্না বন্ধ হয়ে যায়। এতে ইন্টার্ন চিকিৎসকরা সমস্যার মধ্যে পরে। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে ভর্তি করে সেখান থেকে খাবার দেয়া হয়। এই বিষয়ে বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, আমরা চেয়েছিলাম তাদের কায়ারেন্টিনে রাখার জন্য। কিন্তু তারা সেখানে কমফোর্টেবল ফিল না করায় হোস্টেলেই অবস্থান করেছেন এবং ইতিমধ্যে তাদের নামও কেটে দেয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এসএম অজিয়র রহমান বলেন, করোনা উপসর্গ বা করোনায় আক্রান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। ইন্টার্ন চিকিৎসকদের ভর্তির বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।