1:33 pm , April 23, 2020
পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি প্রতিষ্ঠান এবং সরকারি কাজে বাধা দেয়ায় এক ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিসিক এলাকায় দুটি প্রতিষ্ঠানের গোডাউন সিলগালা করে দেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা র্যাবের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ করোনার ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য বিধি অনুযায়ী নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।