পাথরঘাটার যুবলীগ নেতার খাদ্য বিতরণ পাথরঘাটার যুবলীগ নেতার খাদ্য বিতরণ - ajkerparibartan.com
পাথরঘাটার যুবলীগ নেতার খাদ্য বিতরণ

2:34 pm , April 22, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় কর্মহীন ১৭’শ পরিবারকে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা সুভাষ হাওলাদার। বুধবার (২২ এপিল) দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার পানি শাখা চত্ত্বরে এই সকল খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। সুভাষ চন্দ্র হাওলাদারের ব্যক্তিগত সহকারি মো.রিয়াজ হোসেন জানান, পাথরঘাটা উপজেলার ১৭’শ, বেতাগী উপজেলায় ২ হাজার ও বামনা উপজেলার কর্মহীন পরিবারের জন্য ১৫’শ মোট ৫ হাজার ২’শ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পর্যায়ক্রমে দেয়া হবে। প্রতিটি পরিবারের খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে ৮ কেজি চাল, ১লিঃ সয়াবিন তেল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি ছোলাবুট, ১কেজি পিয়াজ, একটি করে সাবান ও ১কেজি চিনি। এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর মোশারেফ হোসেন সোহরাফ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT