পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করা মামা-নানার হাত-পা ভেঙে দিল বখাটে! পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করা মামা-নানার হাত-পা ভেঙে দিল বখাটে! - ajkerparibartan.com
পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করা মামা-নানার হাত-পা ভেঙে দিল বখাটে!

2:30 pm , April 22, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর মামা, নানা ও বাবাকে বেধরক পিটিয়েছে বখাটেরা। মামা আব্দুল করিম (৪০)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নানা মো. হানিফাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে এবং বৃদ্ধ বাবাকেও বেধরক পিটিয়েছে তিন বখাটে। মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। বখাটেরা হলো- মো. সাইকুল (২৫), মো. রাজ ু(২৪) ও ইয়াছিন (২৬)। ছাত্রীর বাবা বলেন, গত রোববার (১৯ এপ্রিল) বিকেলে পাশের বাড়ি থেকে নিজের বাড়ি আসার পথে পথরোধ করে মেয়েকে উত্ত্যক্ত করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে সাইকুল, রাজু ও ইয়াছিন। পরে এ ঘটনা বাড়িতে এসে বলার পরে সোমবার (২০ এপ্রিল) সাইকুলকে ডেকে এনে কয়েকটি থাপ্পর দিয়ে সংশোধন হতে বলেন ওর মামা করিম ও নানা হানিফা। এসময় বখাটে সাইকুল ছাত্রীর পা ধরে ক্ষমা চান। এর জেরে মঙ্গলবার সকাল ১০টা দিকে বাড়ির সামনে এসে বখাটেরা পিটিয়ে মামা করিমের বাম পা ও নানা হানিফার বাম হাত ভেঙে দেয় এবং আমাকে পিটিয়ে আহত করে। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া আফরিন বলেন, আহতদের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসা দিয়ে ভর্তি নেওয়া হয়েছে। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন বলেন, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT