2:25 pm , April 22, 2020
রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ আংগারিয়া দারুলহুদা দাখিল মাদ্রাসা কালবৈশাখি ঝড়ে ভেঙ্গে গেছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ডেন্ট মাও. আ: খালেক জানান, মাদ্রাসায় কয়েক দিন ধরেই কাল বৈশাখি ঝড়ে আঘাত হানতে থাকে এতে তীব্র ঝড়ো বাতাসে টিন কাঠ দিয়ে নির্মিত মাদ্রাসার ৬টি শ্রেনী কক্ষ ভেঙ্গে গেছে। বর্তমান বন্ধের মধ্যে সংস্কার করা না হলে মাদ্রাসা চালু হওয়ার পরে ওই ভাঙ্গা কক্ষে পাঠদান সম্ভব হবেনা। ৬টি কক্ষ সংস্কারে তিন লক্ষাধিক টাকার প্রয়োজন বলেন মাও. আঃ খালেক। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার তালূকদার বলেন, অফিস বন্ধের কারনে তিনি বাড়িতে আছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তাকে অবহিত করেনি। তাকে জানানো হলে সংস্কারের জন্য যথযথো কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।