আমেরিকা প্রবাসি নিপুর আবেগ ঘন ফেইসবুক লাইভ আমেরিকা প্রবাসি নিপুর আবেগ ঘন ফেইসবুক লাইভ - ajkerparibartan.com
আমেরিকা প্রবাসি নিপুর আবেগ ঘন ফেইসবুক লাইভ

2:45 pm , April 20, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আমেরিকা থেকে বাংলাদেশীদের জন্য নানা পরামর্শ ও তথ্য দিয়েছেন বিএম কলেজের সাবেক জিএস নৃপেন্দ্র দাস নিপু। গতকাল আমেরিকার নিউইয়র্ক শহর থেকে ফেসবুক লাইভে এসে বন্ধু বান্ধব ও আতœীয়স্বজনদের উদ্দেশ্যে উপদেশ ও অনুরোধ মূলক নানা পরামর্শ দেন। একই সাথে আমেরিকার সার্বিক করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন। নিপু বলেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনেক আতœীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিদিন অসংখ্য বার কল করেন। আতংকিত স্বরে খোজ খবর জানতে চান। তাদের উদ্দেশ্যে প্রথমেই জানান এখন পর্যন্ত ভাল আছি এবং আমার পরিবারও ভালো আছে। এরপরই তিনি বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমেরিকার সাথে বাংলাদেশ কে তুলনা করে তিনি বলেন আমেরিকাই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে এক ধরনের ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ কি করবে। তারপরও সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তিনি বলেন এ পরিস্থিতি বেশী দিন থাকলে বাংলাদেশে মহামারী আকার ধারন করবে। তাই ঘরে থেকে নিজের সাথে সাথে দেশকেও সুরক্ষা করার অনুরোধ করেন। বলেন বাজার থেকে এই ভাইরাসটি বেশী ছড়ায়। তাই বার বার বাজারে যাবেন না। অপর এক প্রসঙ্গ টেনে তিনি বলেন ১৭ বছর দেশে আওয়ামীলীগের রাজনীতি করেছি। ৩ মেয়াদে বিএম কলেজের জিএস নির্বাচন করেছি। আমি জানি দেশের অনেক মানুষ এখন অনেক অর্থ বিত্তের মালিক। তিনি তাদের প্রতি অনুরোধ করে বলেন এখন সময় এসেছে আপনারা বিত্তশীলরা দেশের মানুষের জন্য কিছু করেন। সব কিছু সরকারের উপর ফেলে রাখবেন না। সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব না। এক পর্যায়ে নিপু কেদে ফেলে বলেন বাংলাদেশের অনেক মানুষ দিন আনে দিন খায়। যেখানে ৩ দিন কাজে না বের হলে না খেয়ে থাকতে হয়। কোটি মানুষ কে সেখানে মাসের পর মাস কিভাবে সরকার সহায়তা করবে। চাল চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন যারা এই সময়ে গরীবের জন্য বরাদ্ধ কৃত ত্রানের চাল চুরি করছে তাদের কোন দল ও জাত নেই । তারা দেশের শত্রু। তিনি প্রধান মন্ত্রীর কাছে এসব চোরদের কঠিন শাস্তি দেবার দাবি করে দল ও সমাজ থেকে তাদের সকল কর্মকান্ড নিষিদ্ধ করার দাবি জানান। তিনি বলেন এরা মানুষ না। এরা প্রকৃত আওয়ামীলীগ কর্মী হতে পারে না। নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন দীর্ঘ রাজনৈতিক সময়ে সাধারন মানুষ তো দূরের কথা বিরোধী দলের কাউকেও সামান্য ক্ষতি করিনি। চেষ্টা করেছি যথাসাধ্য উপকার করার। কিন্তু আওয়ামীললীগের নাম ভাঙ্গিয়ে এরা যা করছে তাতে কষ্ট পাই। তিনি দেশের সকলের জন্য প্রার্থনা করে নিজের জন্যও প্রার্থনা করার জন্য আতœীয় স্বজন ও বন্ধ বান্ধবদের প্রতি অনুরোধ জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT