2:07 pm , April 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নিজেদের রেশন দিয়ে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা। নিজেদের রেশনের একটি অংশ দিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা। শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর উত্তর কাউনিয়া এলাকায় কিছু পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেয় সেনা সদস্যরা। এসময় বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইষ্ট বেঙ্গল ৬পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল আবেদী হাসান বলেন, সমাজের অনেক মানুষ আছে যাদের বাসায় খাবার শেষ হয়ে গেলেও লোকলজ্জায় তারা কাউকে কিছু বলতে বা চাইতে পারছেন না। সেনা সদস্যরা সেই সব মানুষকে খুঁজে বের করে তাদের খাদ্য সহায়তা দিচ্ছে। এ পর্যন্ত এই ধরনের ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।